logo

Bangladesh Air Force Shaheen College Shamshernagar

EIIN : 135720 || School Code: 3024 || College Code: 2303 || ESTD : 2011

■ একাদশ শ্রেণির নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান- ২০২৫ :

■ নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান- ২০২৫ :

আজ ২৪শে সেপ্টেম্বর, বুধবার বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগর এর এইচএসসি : ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের“ নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান- ২০২৫” অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন রাহাত শামস্, বিপিপি, পিএসসি। অধ্যক্ষ তাঁর বক্তব্যে নবাগত শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে পড়াশুনা ও নিয়মানুবর্তিতায় সচেতন হয়ে সময়োপযোগী শিক্ষা অর্জনের পাশাপাশি খেলাধুলা , সাংস্ক্তিক অনুষ্ঠান ও সহপাঠ চর্চার মাধ্যমে দেশ ও জাতির জন্য আলোকিত মানুষ হয়ে উঠার আহ্বান করেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ, অ্যাডজুটেন্ট, সহকারী প্রধান শিক্ষক, কলেজ ও স্কুল শাখার শিক্ষকবৃন্দসহ দ্বাদশ ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীরা।


© 2023 - Bangladesh Air Force Shaheen College Shamshernagar & All Rights Reserved. Developed by Desh Universal (Pvt.) Limited.

Scroll to top