শমশেরনগর বাংলাদেশের একটি প্রত্যন্ত জনপদ। তথাপি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমানা সংলগ্ন এই শমশেরনগর ইউনিয়ন সুপরিচিত একটি নাম। এর কারণ অবশ্য ঐতিহাসিক।১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান, মায়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় অভিযান চালানোর জন্য ব্রিটিশ সরকার ডানকান ব্রাদার্স পরিচালিত শমশেরনগর চা-বাগানের ৬২২ একর ভূমি অধিগ্রহণ করে একটি বিমানবন্দর গড়ে তোলে ব্রিটিশ আমলে এই বিমানবন্দরটি “দিলজান্দ বন্দর” নামে পরিচিত ছিল। ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভক্তির পর বিমানবন্দরটির নতুন নামকরণ করা হয় “শমশেরনগর বিমানবন্দর” স্বাধীনতার পর ১৯৭৬ সালে শমশেরনগর বিমানবন্দরে বাংলাদেশ বিমান বাহিনী ইউনিট কার্যক্রম শুরু করে। পরবর্তীতে বিভিন্ন সময়ে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ইউনিট পুনঃস্থাপন করলে বিএএফ স্টেশন শমশেরনগরের কার্যক্রম অনেকাংশে বৃদ্ধি পায়। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক শমশেরনগরে ২০১১ সালে বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক প্রতিষ্ঠিত হয় বিএএফ শাহীন কলেজ শমশেরনগর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত এই শাহীন কলেজটি বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে যা বৃহত্তর সিলেট অঞ্চল তথা বাংলাদেশের গুণগত শিক্ষা বিস্তারে প্রশংসনীয় ও অগ্রনী ভূমিকা পালন করে আসছে। ইউনিট প্রতিষ্টার পর থেকেই বাংলাদেশ বিমান বাহিনী শমশেরনগর তথা মৌলভীবাজার জেলায় গুণগত শিক্ষা প্রসারে সবসময়ই সচেষ্ট ছিল। বিমান বাহিনীর ধারাবাহিক প্রচেষ্টার ফলশ্রুতিতে ২০০৯-২০১০ অর্থবছরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচীতে (অউচ) বিএএফ শাহীন কলেজ শমশেরনগর প্রকল্পটি অন্তর্ভুক্ত হয়। প্রকল্পের মেয়াদকালের (জানু ২০০৯ - জুন ২০১১) মধ্যে সম্পূর্ণ প্রতিষ্ঠানটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। নির্মাণ পরবর্তী প্রয়োজনীয় শিক্ষক, কর্মচারী ও স্টাফ নিয়োগ শেষে আনুষ্ঠানিকভাবে ০১ জানুয়ারি ২০১২ সালে বিএএফ শাহীন কলেজ শমশেরনগর এর প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের যাত্রা শুরু হয়। প্রথম বছরে স্কুল শাখা এবং দ্বিতীয় বছরে কলেজ শাখার একাডেমিক কার্যক্রম শুরু হয়।
© 2023 - BAF Shaheen College Shamshernagar & All Rights Reserved. Developed by Desh Universal (Pvt.) Limited.