স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠান কুলাউড়া-শ্রীমঙ্গল সড়ক ঘেষে শমশেরনগর রেলষ্টেশনের পূর্বপাশে অবস্থিত। কলেজ থেকে কমলগঞ্জ উপজেলার দূরত্ব ০৬ কিলোমিটার, শ্রীমঙ্গলের দূরত্ব ২৩ কিলোমিটার, কুলাউড়ার দূরত্ব ২৬ কিলোমিটার এবং মৌলভীবাজার শহরের দূরত্ব ২০ কিলোমিটার। অভিজ্ঞ শিক্ষকমন্ডলী, আধুনিক পাঠদান পদ্ধতি, উন্নত শিক্ষা উপকরণ, কম্পিউটার ল্যাব, ল্যাংগুয়েজ ক্লাব, ডিবেট ক্লাব, কালচারাল ক্লাব, ছাত্রাবাস ও সর্বাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ল্যাবরেটরি এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানষিক সুস্থতা নিশ্চয়তার জন্য চিকিৎসা সহকারীসহ মেডিক্যাল রুম প্রাথমিক চিকিৎসা উপকরণসহ সার্বিক উন্নত পরিবেশে অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠান; যা মৌলভীবাজার জেলা তথা সিলেট অঞ্চলের উন্নত শিক্ষা বিস্তারে অনন্য অবদান রাখছে। সুশিক্ষা ও সহপাঠ কার্যক্রমের মাধ্যমে অত্র প্রতিষ্ঠান শ্রেষ্ঠত্বের সুনাম অর্জন করেছে।
কলেজের সংক্ষিপ্ত পরিচিত
প্রতিষ্ঠার তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০১১। |
© 2023 - BAF Shaheen College Shamshernagar & All Rights Reserved. Developed by Desh Universal (Pvt.) Limited.