বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগর এর উদ্যোগে "মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এ উপলক্ষে সকাল বেলা প্রভাতফেরি করে কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে ভাষা শহীদের স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এ ছাড়াও শিক্ষার্থীদের মাঝে নান্দনিক হস্তাক্ষর ও চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নূর উল্লাহ, পিএসসি। অধ্যক্ষ স্যার তাঁর বক্তব্যে ১৯৫২ সালের সকল ভাষা শহীদ, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লব-২০২৪ নিহত সকল বীর শহীদের আত্মার মাগফেরাত কামনা করে তাঁর বক্তব্য শুরু করেন। তিনি একুশের চেতনায় উজ্জীবিত হয়ে শিক্ষা, মানবিকতা ও দেশ প্রেমে আলোকিত হয়ে শিক্ষার্থীদের দেশ গড়তে আহ্বান জানিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও বক্তব্যে আরও অংশ গ্রহণ করেন, আশরাফুল হক রাজিব (প্রভাষক-অর্থনীতি) ও সাদেকুর রহমান (সহকারী শিক্ষক-বিজ্ঞান)।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ, অ্যাডজুটেন্ট, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক ও কর্মচারী, অভিভাবকবৃন্দসহ শিক্ষার্থীরা।
© 2023 - Bangladesh Air Force Shaheen College Shamshernagar & All Rights Reserved. Developed by Desh Universal (Pvt.) Limited.