বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগর এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান আজ সোমবার (২০ জানুয়ারি ২০২৫) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার কমডোর মুহাম্মদ শরিফুল ইসলাম, বিএসপি, বিপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, স্টেশন কমান্ডার, বাংলাদেশ বিমান বাহিনী স্টেশন, শমশেরনগর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নূর উল্লাহ, পিএসসি, আমন্ত্রিত বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ।
বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত এই কলেজে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের নৈতিক মনোবল বৃদ্ধি ও শারীরিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে।
প্রতিযোগিতায় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দৃষ্টিনন্দন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে। উদ্বোধনী দিনে প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
© 2023 - Bangladesh Air Force Shaheen College Shamshernagar & All Rights Reserved. Developed by Desh Universal (Pvt.) Limited.