■ "আন্তঃ হাউস ফুটবল টুর্ণামেন্ট-২০২৫”
বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগরের উদ্যোগে উৎসাহ ও উদ্দীপনায় গত ২২ মে ২০২৫, বৃহস্পতিবার “আন্তঃ হাউস ফুটবল টুর্ণামেন্ট-২০২৫” এর আয়োজন করা হয়।
# খেলায় অংশ গ্রহণকারী দলগুলো হচ্ছে-
* সুরমা হাউস
* কুশিয়ারা হাউস
* মনু হাউস
* খোয়াই হাউস
ফুটবল টুর্ণামেন্টের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নূর উল্লাহ, পিএসসি। অধ্যক্ষ সহশিক্ষার অংশ হিসেবে সুস্থ দেহ ও সুস্থ মন গড়তে ছাত্র-ছাত্রীদের ফুটবল খেলার গুরুত্ব আরোপ করে খেলাধুলায় সবাইকে সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়ে তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করে খেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ, অ্যাডজুটেন্ট, শিক্ষক ও কর্মচারী, অভিভাবকবৃন্দসহ শিক্ষার্থীরা।
© 2023 - Bangladesh Air Force Shaheen College Shamshernagar & All Rights Reserved. Developed by Desh Universal (Pvt.) Limited.