আজ ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগর-এ "মহান বিজয় দিবস-২০২৪" উদযাপিত হয়। বাঙ্গালী জাতির এই গৌরব উজ্জ্বল দিনটি পালন উপলক্ষে অত্র কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের নিয়ে একটি T-20 ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নূর উল্লাহ, পিএসসি। অধ্যক্ষ স্যার সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন। তিনি শিক্ষার্থীদের বাংলাদেশকে সুযোগ ও সম্ভাবনার দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠা করার জন্য শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, প্রতিরক্ষা, ক্রীড়া, আইন-শৃঙ্খলা প্রতিটি ক্ষেত্রে উন্নতির ধারাবাহিকতা রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরিশেষে তিনি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং সবাইকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ, অ্যাডজুটেন্ট, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষকমন্ডলী, কর্মচারী ও অভিভাবকবৃন্দসহ শিক্ষার্থীরা।
© 2023 - Bangladesh Air Force Shaheen College Shamshernagar & All Rights Reserved. Developed by Desh Universal (Pvt.) Limited.