logo

Bangladesh Air Force Shaheen College Shamshernagar

EIIN : 135720 || School Code: 3024 || College Code: 2303 || ESTD : 2011

বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৪ :

আজ বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগর-এ "বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৪" অনুষ্ঠিত  হয়। শ্রেণিভিত্তিক ফলাফল প্রকাশ  ও মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নূর উল্লাহ, পিএসসি। অধ্যক্ষ স্যার প্রথমেই কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তিনি তাঁর বক্তব্য শুরু করেন। তিনি শিক্ষার্থীদের এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি শারীরিক স্বাস্থ্যের সাথে মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে সবাইকে সচেষ্ট হতে বলেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নীতি, নৈতিকতা ও আদর্শের দ্বারা একটি সমৃদ্ধময় ভবিষ্যত গড়তে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। অন্যদিকে, যারা এ পরীক্ষায় সফল হতে পারেনি, তাদেরকেও ভবিষ্যতে সাফল্য লাভের জন্য অনুপ্রাণিত করেন। শিক্ষার্থীদের সাফল্যের জন্য তিনি শিক্ষক ও অভিভাবদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর তিনি পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণিভিত্তিক সম্মিলিত মেধাতালিকায় সেরা ৩ জনকে পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ, অ্যাডজুটেন্ট, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক ও কর্মচারী, অভিভাবকবৃন্দসহ শিক্ষার্থীরা।
 


© 2023 - Bangladesh Air Force Shaheen College Shamshernagar & All Rights Reserved. Developed by Desh Universal (Pvt.) Limited.

Scroll to top