গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এর নিয়মকানুনের আওতায় বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক সুপরিচালিত একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিএএফ শাহীন কলেজ শমশেরনগর। অত্র প্রতিষ্ঠানটি বিমান বাহিনীর অন্যান্য শাহীন কলেজের ন্যায় একাডেমিক পর্যায়ে স্বমহিমায় উদ্ভাসিত । বিএএফ শাহীন কলেজসমূহ শিক্ষাক্ষেত্রে ইতোমধ্যে ব্যাপক সাফল্য অর্জন করেছে। বাংলাদেশে বর্তমানে ছয়টি শাহনি স্কুল ও কলেজের মধ্যে এটি অন্যতম।
আস্সালামু আলাইকুম,
একবিংশ শতাব্দীর সূচনালগ্নে জ্ঞান-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির সমন্বয়ে উন্নত জাতি হিসেবে বিশ্ব আসনে সমাসীন হবার প্রধান অবলম্বন হল সুশিক্ষিত মানব সম্পদ। যে কোন দেশের এ মহা মূল্যবান মানব সম্পদের উন্নয়নে সন্দেহাতীতভাবে অগ্রণী ভূমিকা পালন করে সে দেশের শিক্ষা-প্রতিষ্ঠান। তাই আমাদের দেশে উন্নত মানব সম্পদ গড়ার লক্ষ্যে ও শিক্ষার আলো সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবার নিমিত্তে বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক প্রতিষ্ঠিত হয় বিএএফ শাহীন কলেজ শমশেরনগর, যা প্রতিষ্ঠালগ্ন থেকেই সিলেট বিভাগে শিক্ষা বিস্তারে অন্যতম ভূমিকা রাখছে।